English | Bangla
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাসব্যাপি পথচারীদের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন

করোনাভাইরাস বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে আলোচিত ও উদ্বেগের বিষয়। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাধিক কার্যকর ব্যবস্থা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনাভাইরাস সহ অন্যান্য জীবাণু থেকেও পরষ্পরকে রক্ষা করা সম্ভব।  শংকর বাসস্ট্যান্ড থেকে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও ইনস্টিটিউট অব ওয়েলবিং এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাসব্যাপি পথচারীদের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
 উক্ত ম্যাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ জানুয়ারি, বুধবার ২০২১ সকাল ১১.০০ টায় রায়ের বাজার হাই স্কুল, ধানমন্ডি কচি কন্ঠ হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, আলী হোসেন বালিকা বিদ্যালয়, আইডাব্লিউবিবি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে  শংকর বাসস্ট্যান্ডে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পথচারীসহ রাস্তায় চলাচলকারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক এম. এ মান্নান মনির, ধানমন্ডি কচি কন্ঠ হাই স্কুল এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রায়ের বাজার হাই স্কুল শিক্ষক তাহাজ্জৎ হোসন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সৈয়দা অনন্যা রহমান, জিয়াউর রহমান, মোঃ আতিকুর রহমান প্রমুখ। কর্মসূচি থেকে সাধারন মানুষকে বাহিরে গেলে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করা; হাঁচি-কাশির সময় টিস্যু না থাকলেও কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখা; নিয়মিত কমপক্ষে ২০ সেকেন্ড সময় ধরে সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করা এবং যত্রতত্র কফ,থুতু ফেলা থেকে বিরত থাকার আহ্বাণ জানানো হয়। 
এছাড়াও ম্যাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৭ জানুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ১৯ ও ২১ জানুয়ারি যথাক্রমে খিলগাঁও, ঝিগাতলা এবং ২৬ ও ২৮ জানুয়ারি মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড ও ধানমন্ডি লেকে পথচারীদের মধ্যে মাক্স বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।