০২ জানুয়ারী ২০১৯ সকালে ডাব্লিউবিবি ট্রাস্ট’র একটি প্রতিনিধি দল সিভিল সার্জন ডা. মো: এহসানুল হক এর সাথে আজিমপুরে তার কার্যালয়ে স্বাক্ষাৎ করে। সরকারের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব হিসাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম গতিশীলকরণে কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
ডাব্লিউবিবি ট্রাস্ট’র কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন নেটওয়ার্ক অফিসার শুভ কর্মকার, সহকারী প্রকল্প কর্মকর্তা আবু রায়হান।
প্রতিনিদিবৃন্দ বলেন, বিগত দিনে তামাক নিয়ন্ত্রণে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের নেতৃর্ত্বে টাস্কফোর্স কমিটির সভা আয়োজন, মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসক কার্যালয়কে সহায়তা, বিশ্ব তামাকমুক্ত দিবস পালনসহ তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কিন্তু, উদ্বেগের বিষয় তামাক নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত ইতিবাচক ও আগ্রহী হলেও তামাক কোম্পানীগুলো নানাভাবে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে আসছে। এছাড়া কিছুদিন যাবত তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নেও ঢাকা জেলা টাস্কফোর্স এর পক্ষ থেকে সেভাবে উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এগিয়ে নেবার জন্য এসময় ঢাকার বাইরে কয়েকটি জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন লংঘন সংক্রান্ত তথ্য, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গৃহিত কিছু প্রশংসনীয় উদ্যোগের তথ্য উপস্থাপনের মাধ্যমে কিছু সুপারিশ তুলে ধরা হয়: