English | Bangla
ডাব্লিউবিবি ট্রাস্ট এর কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশে ট্রাস্ট এর কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বেলা ১১.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে সংস্থার সেমিনার কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০১৮’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের একদল বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে নৃশংসভাবে হত্যা করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এটি ছিলো ইতিহাসের জঘন্যতম হত্যাকা-। বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে দেশের অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করা হয়। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। 
 
এই অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাদী , ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী এবং সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।