বিশ্ব শিশু ক্যান্সার দিবস ২০১৮ উপলক্ষ্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে ১৫ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তরে একটি ব্যাতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বিশ্বে প্রতিবছর অসংক্রামক রোগে ৩ কোটি ৬০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। ভয়াবহ এ সকল অসংক্রামক রোগ মহামারী আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। যা সারা বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ও এই ঝুঁকির মধ্যে রয়েছে। রোগের চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশে প্রতিবছর ৬.৪ মিলিয়ন বা ৪ শতাংশ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে।
অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার গ্রহণ। বর্তমানে শিশু এবং তরুণদের মধ্যে জাঙ্কফুড গ্রহণের মাত্রা আশংকাজন হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, উচ্চ মাত্রায় লবণ, শর্করা ও চর্বিযুুক্ত এবং নিম্ন পুষ্টি উপাদানসম্পন্ন খাবারকেই মূলত জাঙ্কফুড বলা হয়। এছাড়াও অধিকাংশ মিষ্টি জাতীয় দ্রব্য, অধিক ভাজাপোড়া, ফাস্টফুড ও কৃত্রিম জুস ও কোমলপানীয়কে জাঙ্কফুড হিসাবে গণ্য করা হয়।
কোমলপানীয়, ফাষ্টফুড, জাঙ্কফুড এর মতো ক্ষতিকর খাবারের বিজ্ঞাপণ শিশুদের এগুলো খেতে উৎসাহী করে তুলছে। অস্বাস্থ্যকর এসব খাবার গ্রহণের অন্যতম কারণ বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য পণ্য সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা। সঠিক তথ্যের অভাবে অর্থাৎ, এ সকল খাবারের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ধারনা না থাকায় মানুষ বিজ্ঞাপনের কারণে আকৃষ্ট হয়ে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করছে। ফলে জনস্বাস্থ্য অধিক মাত্রায় ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এসব খাবার নিয়ন্ত্রণে এগুলোর উপর অধিক হারে কর আরোপ, প্যাকেটের গায়ে স্বাস্থ্য সর্তকবানী প্রদাণ, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা এবং প্রণোদনা নিষিদ্ধ করার দাবী জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বাঁচতে শিখ নারী’র নির্বাহী পরিচালক আতিকা হোসেন, টিসিআরসি’র প্রকল্প কর্মকর্তা মো. মহিউদ্দিন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার, প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, সহকারী প্রকল্প কর্মকর্তা আবু রায়হান, ইন্সটিটিউট অব ওয়েলবিয়িং এর কর্মকর্তা মাসুম বিল্লাহ, তরূণ নেতৃত্ব এর কর্মকর্তা লিয়াকত আলী প্রমূখ