পার্ক ও খেলার মাঠ নগরবাসীর সামাজিকীকরণ, বিনোদন, খেলাধুলা, মানসিক প্রশান্তি এবং শরীরচর্চার ক্ষেত্র সৃষ্টি করে। পাশপাশি উন্মুক্ত এ পরিসরগুলো নগরবাসীকে পরিবেশগত সুবিধা, সামাজিক ও ব্যক্তিগত কল্যাণ এবং সক্রিয় বিনোদনের সুযোগ করে দেয়। রায়েরবাজার ৩৪ নং ওয়ার্ডের ২ লক্ষ ৫০ হাজার জনগোষ্ঠীর জন্য বৈশাখী খেলার মাঠ ছাড়া আর কোন উন্মুক্ত স্থান নেই। মাঠে বসার ব্যবস্থা, নিরাপত্তা, বাতি ও পানির ব্যবস্থা করে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের প্রবেশগম্যতা নিশ্চিত করা প্রয়োজন। যা রায়েরবাজার এলাকার পরিবেশ উন্নয়নের পাশপাশি সুনাগরিক গড়ে তুলতে সহায়ক হবে। আজ ১৪ সেপ্টেম্বার ২০১৭ সকাল ১১ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে সংস্থার কৈবর্ত সভাকক্ষে “রায়েরবাজার বৈশাখী খেলা মাঠ উন্নয়নে প্রস্তাব ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপনায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, খেলার মাঠ, পার্ক বা উদ্যান একটি শহরের অলংকার স্বরূপ। আর ৩৪ নং ওয়ার্ডের প্রায় ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২/১৪ হাজার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে এই মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সার্বজনীন ব্যবস্থা না থাকায় ৯ থেকে ১৮ বছরের কোন নারী মাঠ ব্যবহার করছেন না এবং ০-৮ বছরের নারীদের মাঠ ব্যবহারের হার মাত্র ৩.৯ শতাংশ। যার ফলে তরুণ প্রজন্মের শারীরিক শক্তি, মানসিক চিন্তাচেতনা বৃদ্ধি এবং বুদ্ধিমত্তার বিকাশ লাভ করছে না। সরকারের পাশাপাশি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানকে মাঠটির উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন।
সভায় প্রধান অতিথি হিসেবে ৩৪ নং ওয়ার্ড এর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবু তাহের খান বলেন, রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে আরো সবুজায়ন প্রয়োজন। মাঠটিতে বৃষ্টি হলেই পানি জমে যায়, এজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া মাঠ ব্যবহারকারীদের সুবিধার্থে একটি পাবলিক টয়লেট তৈরি করেছি। রায়েরবাজার এলাকাবাসীর সুবিধার্থে যা করণীয় আমাদের প্রস্তাবনা দিলে তা বাস্তবায়নে আমরা সচেষ্ট হব।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, এস. এম. অজিয়র রহমান বলেন, ইতিমধ্যে মাঠের উন্নয়নে পরামর্শক নিয়োগ করা হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে এলাকাবাসীর অংশগ্রহণ নিশ্চিত করে মাঠের উন্নয়ন কাজ পরিচালিত হবে। এতে করে নারী-পুরুষ সকলেই মাঠটি ব্যবহারের সুযোগ পাবে এবং সমতা নিশ্চিত হবে। তবে মাঠ রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় রায়েরবাজার এলাকাবাসী বৈশাখী খেলার মাঠ নিয়ে তাদের বিভিন্ন প্রস্তাবনায় বলেন, মাঠের শোভাবর্ধন যেমন চারপাশে গাছ লাগানো, ঘাসের ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করতে বাতির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, মাঠে নারী-পুরুষ সকলের খেলাধুলার সুযোগ বৃদ্ধি, বসার ব্যবস্থা, মাঠে নিরাপত্তা প্রহরী নিয়োগ, সুপেয় পানির ব্যবস্থা, মাঠে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের জন্য মাঠে পৃথক খেলার জায়গা রাখা এবং পাবলিক টয়লেটের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন। বিশেষ করে তারা মাঠে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিতের ব্যাপারে জোর দেন।
মতবিনিময় সভার সভাপতি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী বলেন, মাঠের উন্নয়নের ক্ষেত্রে সকল শ্রেনীর ব্যবহার উপযোগী করতে হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষকে এলাকাবাসীর মতামতকে প্রাধান্য দিতে হবে। তবেই খেলার মাঠটি সকলের ব্যবহারের জন্য সার্বজনীন হবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, হেলথ ব্রীজ-কানাডার আঞ্চলিক পরিচালক ডেবরা ইফরঈমসন, আলী হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মান্নান মনির, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর এর ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী প্রমূখ।