২ ফেব্রুয়ারী নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ফাস্টফুড, কোমল পানীয় ও এনার্জি ডিঙ্কস বর্জনের আহবান জানিয়ে ৩১ জানুয়ারী ২০১৮ বিকেলে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় সচেতনতামূলক অবস্থান ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যে সকল পন্য শিশু, মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সে সকল ক্ষতিকর খাদ্য আমদানী, বিক্রয়, বিপণন নিষিদ্ধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাপ্ত তথ্যানুসারে, বিশ্বে প্রতিবছর অসংক্রামক রোগে ৩ কোটি ৫০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। উন্নয়নশীল দেশের মোট মৃত্যুর ৬৬% অসংক্রামক রোগের কারণে হয়ে থাকে। বাংলাদেশেও অসংক্রামক রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাদ্যাভ্যাসের পরিবর্তন, কায়িক পরিশ্রমের অভাব, তামাকজাত দ্রব্যের ব্যবহার, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্র ও ক্যান্সার এর মতো অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম প্রধাণ কারণ হিসাবে বিবেচিত। এ সকল রোগ প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিকর অভ্যাসের পরিবর্তন ।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট'র আয়োজনে কর্মসূচিতে এইড ফাউন্ডেশন, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ,ইন্সটিউট অব ওয়েলবিয়িং, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি),তরুণ নেতৃত্ব বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।