আমাদের বর্তমান নগর পরিকল্পনা ও নকশা প্রণয়নে শিশুদের অংশগ্রহণ নেই। শহরের পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের মতামতকে প্রধান্য দিয়ে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শিশুদের মাঝে নগরের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। শিশুদের কী প্রয়োজন, কোথায় ঘাটতি আছে, তা চিহ্নিত করে সে অনুযায়ী বাজেট বরাদ্দ দেয়া এবং খেলার মাঠ, পার্ক, ও পর্যাপ্ত সবুজ চত্বর যেখানে শিশুরা বাধাহীনভাবে খেলতে পারবে সে ব্যবস্থা করা। খেলার মাঠ বা পার্কে বিভিন্ন সরঞ্জাম স্থাপনে শিশুদের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। নগর পরিকল্পনায় শিশুরা যেন এগিয়ে আসে সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে।
গত ৩ ডিসেম্বর ২০১৭, রবিবার সকাল ১০.০০টায় স্মার্ট সিটি ক্যাম্পেইন ২০১৭ উপলক্ষ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগ, লাইট অফ হোপ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে রায়ের বাজার বৈশাখী খেলার মাঠে “রং তুলিতে শিশুর স্বপ্নের শহর” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বর্তমান শিশুরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছে। শহরে আগে অনেক পাখি দেখা যেত, কিন্তু এখন সবুজ পরিসর না থাকায় পাখি হারিয়ে যাচ্ছে। কাজেই শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশের পাশাপাশি নিশ্চিত করতে হবে পর্যাপ্ত সবুজ পরিসর।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, আমাদের পরিবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হচ্ছে আমাদের সন্তান। অথচ আমাদের সন্তানদের জন্য আমরা বাসযোগ্য শহর রেখে যেতে পারছি না। শহরে খেলার মাঠ ও পার্ক থাকলেও তা ব্যবহার করতে পারছে না শিশুরা। ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
ইউএনডিপি এর কর্মসূচি উন্নয়ন পরামর্শক মারুফ হোসেন বলেন, আধুনিক শহর বিনির্মাণে সম্মিলিত প্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হওয়া ‘স্মার্ট সিটি ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিশুরা তাদের শহরকে নিয়ে কি স্বপ্ন দেখে এবং শহরকে তারা কিভাবে দেখতে চায় তা তাদের রং তুলিতে ফুটিয়ে তুলবে। শহর পরিকল্পনায় শিশুদের মতামতকে এবং তাদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেয়ার লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় সভাপতির বক্তব্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, রাজধানীতে উঁচু উঁচু ভবনের ভিড়ে হারিয়ে যাচ্ছে খোলা জায়গা। মাটির স্পর্শ ছাড়াই বড় হচ্ছে নগরীর শিশুরা। এতে করে আমাদের সন্তানেরা শারীরিক সক্ষমতা ও সামাজিক দক্ষতা ছাড়াই বেড়ে উঠছে। এজন্য পরিকল্পনা প্রণয়নে শিশুদের প্রধান্য দেয়া প্রয়োজন।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লাইট অফ হোপ এর সিনিয়র এক্সিকিউটিভ এম সালাউদ্দিন এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নান মনির প্রমুখ।