English | Bangla
নিরাপদ ও স্বাচ্ছন্দে হাঁটার পরিবেশ সৃষ্টিতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান

যানজট, স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানী, অবকাঠামো সকল কিছু বিবেচনায় হাঁটা সবচেয়ে সুবিধাজনক যাতায়াত মাধ্যম। ঢাকা শহরে হেঁটে প্রতিদিন প্রায় ৬০ লক্ষ ট্রিপ সংঘটিত হয়। হাঁটার পরিবেশ উন্নত করার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।বিদ্যমান ফুটপাতগুলিও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার প্রতি নজর দেওয়া হয় না। এজন্য হাঁটতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হয়। এই সমস্যা সমাধানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। নিজ এলাকায় হাঁটার পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ সমাজের একটি বড় অংশ হচ্ছে তরুণ- তরুণী। আর এই যুব সমাজই পারে সমাজ পরিবর্তন করতে। গত ২২ ডিসেম্বর সকাল ১১.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং হেলথব্রীজ এর উদ্যোগে রায়েরবাজার ওয়ার্ক  ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মেলন কক্ষে আয়োজিত “নিরাপদ ও স্বাচ্ছন্দে হাঁটার পরিবেশ : যুবসামজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
 
বক্তারা বলেন, যাতায়াতের মূল উদ্দেশ্য গাড়ি নয়, মানুষ এবং মালামাল একস্থান হতে অন্যস্থানে পরিবহন করা। কিন্তু পরিকল্পনায় গাড়িকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের শহরকে অনিরাপদ করে ফেলছি। তিনি গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, জরিপকৃত ৬ টি এলাকায় যে পরিমাণ ফুটপাত আছে তার ৮২ শতাংশের অবস্থা খারাপ এবং জনমত জরিপে দেখা গেছে প্রায় ৭৯ শতাংশ মানুষ যানবাহনের গতিকে বিপদজনক মনে করেন। পথচারীর নিরাপদে ও স্বচ্ছন্দে হাঁর পরিবেশ তৈরিতে ফুটপাতকে প্রাধান্য দিয়ে রাস্তা নির্মাণ, ফুটপাত থেকে সকল প্রতিবন্ধকতা দূর করে প্রশস্ত ফুটপাত, রাতের বেলায় বাতি, বর্জ্য ব্যস্থাপনা এবং টয়লেট এর ব্যবস্থা করার কথা বলেন। সুষমসমাজ এবং আধুনিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। হাঁটার অবস্থা ভালো করতে নিজ নিজ এলাকায় কাজ করতে হবে যুব সমাজকে। তবেই আমাদের এই নগর বাসযোগ্য শহরে রূপ নিবে।
 
বক্তারা বলেন, জাতীয় সঙ্কটের দিনে যুবসমাজই সবার আগে এগিয়ে আসে। আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ইত্যাদি রাজনৈতিক সঙ্কটে শক্ত হাতে হাল ধরেছিল এ দেশের যুব শক্তি তথা যুবসমাজ। আজকের বিশ্বে একটি উপলব্দি এসেছে যে টেকসই উন্নয়নের অন্যতম একটি সূচক হচ্ছে বাসযোগ্যতা। আর বাসযোগ্যতার অন্যতম বিষয় হচ্ছে রাস্তাঘাট ও শহরের সর্বত্র নিরাপদ ও স্বাচ্ছন্দে চলাচলের পরিবেশ তৈরি। এই কাজটি শুধু নিধারিত একটি সংস্থা করে দিবে, এটি তার দায়ীত্ব এরকম ভাবার কোনো অবকাশ নেই। কারণ এটি করতে গেলে আমাদের নিজেদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
 
মতবিনিময় সভায় ওয়ার্ক  ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়ার্ক  ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান। বক্তব্য রাখেন হেলথ্ ব্রিজের আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন, ওয়ার্ক  ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাজনীন কবির এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।