আইনভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার বন্ধে দ্রুত সংশোধিত তামাক নিয়ন্ত্রণে আইনের বিধিমালা প্রণয়ন এবং আইনভঙ্গকারী কোম্পানিগুলোর শাস্তির দাবিতে ধূমপানমুক্ত পাতাকাসহ স্কেটিং র্যালি করছে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট। শতাধিক যুবকের অংশগ্রহনে ৩১ মে ২০১৩ বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে দুপুর ৩ টায় টিএসটি হতে র্যালিটি শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালির শুরুতে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন কিশোর-তরুণদের ধূমপানে আকৃষ্ট করতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। নতুন নতুন ধূমপায়ী সৃষ্টির প্রক্রিয়া বন্ধ করতে হলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। আইনের কার্যকর প্রয়োগ যুবকদের মাঝে তামাক ব্যবহার কমাতে ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো সারা দেশে আইনভঙ্গ করলেও তামাক কোম্পানিকে শাস্তি/জরিমানা করা হয়নি। বিজ্ঞাপন সংক্রান্ত বিধান লঙ্ঘনের জন্য ছোট দোকানদারদের জরিমানা করা হয়। তবে কোন ব্যক্তিকে আইনভঙ্গের জন্য জেল প্রদান করার তথ্য নেই। কোম্পানিগুলো নিত্যনতুন বিজ্ঞাপন প্রচারে উৎসাহী করতে দোকানীদের অর্থসহ নানা ধরনের আর্থিক সুবিধা প্রদান করে থাকে। সমাবেশে বক্তারা অবিলম্বে দ্রুত সংশোধিত তামাক নিয়ন্ত্রণে আইনের বিধিমালা প্রণয়ন এবং আইনভঙ্গকারী কোম্পানিগুলোর শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রত্যাশা সেক্রেটারী জেনারেল হেলাল আহমেদ, ডাব্লিবিবি ট্রাস্ট-র পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, নিরাপদ ডেভলাপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, জালালাবাদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আনাম আহমেদ, জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ।