English | Bangla
জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি ও উচ্চহারে করারোপ জরুরী
তামাক পরিবেশ, জীববৈচিত্র ও জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। তামাকজাত দ্রব্য (সাদাপাতা, জর্দ্দা, গুল, বিড়ি সিগারেট) সহজলভ্য হওয়ায় বাংলাদেশে দরিদ্র মানুষের মধ্যে তামাক সেবন ও এর ফলে মানুষের রোগব্যাধির হার বেড়ে চলেছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে। যে কোন পণ্যের দাম বাড়লে ভোক্তাদের মধ্যে এর প্রভাব পড়ে। উচ্চহারে মূল্য বৃদ্ধি করলে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমবে, ফলে রাষ্ট্রীয় চিকিৎসা ব্যয় ও তামাকজনিত রোগব্যাধি ও মৃত্যুহার অনেকাংশে কমে যাবে।
 
জনস্বাস্থ্য রক্ষায় আসন্ন বাজেটে সকল প্রকার তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং উচ্চহারে করারোপের আহবান জানিয়ে ২৮ মার্চ, ২০১৭ সাকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাঁচতে শিখো নারী সংস্থার আয়োজনে ‘জনস্বাস্থ্য রক্ষায় সকল প্রকার তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং উচ্চহারে করারোপের দাবীতে একটি অবস্থান কর্মসূচি পালন করা হয়। 
 
কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট’র কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা তৌহিদ-উদ-দৌলা রেজা, বাঁচতে শিখো নারী সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতানা বেগম, ডাব্লিউবিবি ট্রাস্ট’র প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, ফাহমিদা ইসলাম, সহকারি নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার প্রমূখ। 
 
কর্মসূচিতে বক্তারা বলেন, তামাকের কারণে অসুস্থ্যদের মাত্র ২৫% রোগীর সরকারি স্বাস্থসেবা, অকালমৃত্যু এবং পঙ্গুত্বের কারণে বছরে সরকারের যে অর্থ ব্যয় হয়, তা তামাকজাত দ্রব্য থেকে প্রাপ্ত রাজস্বের দ্বিগুণ। রাষ্ট্রীয় চিকিৎসা ব্যয় এবং তামাকজনিত মৃত্যুহার কমাতে স্বাস্থ্যহানিকর তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কাররোপ করতে হবে। কেননা, মানুষের জীবন অপেক্ষা কোন কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপাওয়ার (MPOWER) প্যাকেজেও তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। 
 
বক্তারা আরো বলেন, তামাকের প্রকৃত মূল্য বাড়লে তামাক ব্যবহার কমেÑএটি পৃথিবীর বিভিন্ন দেশে প্রমাণিত। তাই তামাকজনিত মৃত্যুর হাত থেকে জনগণকে রক্ষা এবং সর্বোপরি স্বাস্থ্যখাতের উন্নয়নে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও সর্বগ্রাসি তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি ও করারোপ করা অত্যন্ত জরুরি।