সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবীদ,সংসদ সদস্য, সংবিধান বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মন্ত্রী । তিনি ছিলেন বাংলাদেশ রেলওয়ের প্রথম মন্ত্রী এবং এর উন্নয়নে তিনি ছিলেন অগ্রপথিক। রেল বিষয়ে কাজ করতে সামাজিত প্রতিষ্ঠান হিসেবে তিনি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট বর্ষীয়ান রাজনীতিবীদ সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রী জয়া সেনগুপ্ত এবং পুত্র সৌমেন সেনগুপ্তর কাছে একটি শোকবার্তা হস্তান্তর করে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সুজন, সামিউল হাসান সজীব, আবু রায়হান।
জয়া সেনগুপ্ত তাঁর দু:সময়ে পাশে থাকার জন্য ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।