English | Bangla
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে রায়েরবাজার ৩৪ নং ওয়ার্ডে ওয়েস্টবিন স্থাপন

রাজধানী ঢাকা শহরে বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার চিত্রটি নিত্য নৈমত্তিক হয়ে পড়েছে। এর ফলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে পাশাপাশি রোগের ঝুঁকি বৃদ্ধিসহ জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। পাশাপাশি এলাকার সৌন্দর্য্যহানি ঘটছে। এ সকল সমস্যা থেকে মুক্তি লাভের জন্য একটি নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলা প্রয়োজন এবং যথেষ্ট পরিমাণে আবর্জনা ফেলার পাত্র থাকা প্রয়োজন। এ লক্ষ্যে রাজধানীর ধানমন্ডির শংকর থেকে রায়েরবাজার পর্যন্ত ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আবর্জনার পাত্র স্থাপন করা হয়।  ৩০ এপ্রিল ২০১৬ সকাল ১০.৩০ টায় রায়ের বাজার ৩৪ নং ওয়ার্ড এর কমিশনার আলহাজ্ব মোঃ আবু তাহের খান এর সভাপতিত্বে শংকর এলাকায় আবর্জনার পাত্র স্থাপন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা। 
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, যত্রতত্র আবর্জনা ফেললে তা ড্রেন ও সুয়ারেজ লাইনে আটকে জলাবদ্ধতা সৃষ্টি করে, পরিবেশ দূষণ করে এবং রোগ জীবাণু ছড়ায়। সিটি করপোরেশনের উদ্যোগে উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫০০০ ওয়েস্টবিন স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০ ওয়েস্টবিন করপোরেশন এলাকায় স্থাপন করা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন একটি এলাকা এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে। নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এলাকাবাসীর। তিনি সকলকে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার আহ্বান জানান। 
 
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, সরকারের একার পক্ষে প্রতিটি এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় যদি আমরা সকলে সচেতন না হই। সরকার প্রতিটি এলাকা পরিস্কারর-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব নির্দ্দিষ্ট পাত্রে আবর্জনা ফেলে এলাকা পরিস্কার রাখা। রায়েরবাজার ৩৪ নং ওয়ার্ডে আমরা মডেল হিসেবে ২০টি আবর্জনার পাত্র স্থাপন করছি এর মধ্যে চারটি পাত্র রায়েরবাজার বৈশাখী খেলার মাঠের ভিতরে স্থাপন করা হবে। এ কার্যক্রমটি অন্যান্য এলাকার জন্য অনুসরণীয় হবে। তিনি সিটি করপোরেশন কর্তৃক প্রতিদিন পাত্রগুলো পরিস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
 
রায়ের বাজার ৩৪ নং ওয়ার্ড এর কমিশনার আলহাজ্ব মোঃ আবু তাহের খান বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এলাকার সৌন্দর্য্য হানি হচ্ছে। ৩৪ নং ওয়ার্ডকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন এলাকা হিসেবে তৈরি করা তার প্রধান কর্তব্য। করপোরেশনের উদ্যেগে আবর্জনা ফেলার জন্য পাত্র স্থাপন করা তারই ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। তিনি সকলকে সচেতন হবার পাশাপাশি শিক্ষার্থীসহ সকলকে নির্দিষ্ট আবর্জনা পাত্রে ময়লা ফেলে ৩৪ নং ওয়ার্ড পরিষ্কার রাখার আহবান জানান। 
 
আবর্জনার পাত্র স্থাপন কর্মসূচিটির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মেসবাউল করিম, নির্বাহী প্রকৌশলী, বর্জ্য সংরক্ষণ ও পরিবহন (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ) আবুল হাসনাত মোহাম্মদ আশরাফুল, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এর ডিসপোজাল এস এম সফিকুর রহমান, ব্যপস্থাপক, পরিবহণ (পরিবহন বিভাগ) মাসুদুল আলম, সহকারি প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা বাসু দেব, পরিচছন্নতা তত্বাবধায়ক ৩৪ নং ওয়ার্ড মোহাম্মদ ইউনুস ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সকল কর্মকর্তা বৃন্দ।