“তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়নে করনীয়” শীর্ষক বরিশাল বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত
‘তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়নে করনীয়’ শীর্ষক বরিশাল বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর, ২০১৬ সকাল ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে কমিশনার মো. গাউস এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আবু জাফর, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইসরাত জাহান, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন প্রমূখ। ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার।
বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) আর্টিকেল ৫.৩। এতে তামাকের উৎপাদন, বিক্রয়, বিতরণ, বিজ্ঞাপন প্রভৃতি নিয়ন্ত্রণ ও কর বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণের অনেকগুলো বিষয় রয়েছে। জাতিসংঘের উতিহাসে সবচেয়ে দ্রুত স্বাক্ষরিত এই চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষরকারী দেশ হিসাবে এর বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে। তামাক কোম্পানিগুলো নানাভাবে মানুষকে ধূমপানে আকৃষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত। তাদের এই অপচেষ্টাকে রুখতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের এফসিটিসি আর্টিকেল ৫.৩ সম্পর্কে অবহিত হতে হবে।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়ন এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সোমনারে বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা ক্রীড়া, তথ্য অফিস, জেলা সিভিল সার্জন অফিসসহ অন্যান্য সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলায় তামাক নিয়ন্ত্রণে কর্মরত বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহন করেন।