প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবার উন্নয়ন নিশ্চিতকরণে সারচার্জ ব্যস্থাপনা নীতিমালা দ্রুত পাশ করা প্রয়োজন
রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে তামাক ব্যবহার ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবহার করা প্রয়োজন। সরকার তামাক নিয়ন্ত্রণে ২০১৪-১৫ অর্থ বছরে সরকার সকলধরনের তামাকজাত দ্রব্যের উপর ১% সারচার্জ আরোপসহ অনেক উদ্যোগ গ্রহণ করলেও অর্থনৈতিক সংকটের কারণে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
অত্যন্ত উদ্বেগের বিষয় যে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে এখনো সরকারের নিদিষ্ট কোন বাজেট বরাদ্দ নেই। জনস্বাস্থ্য উন্নয়ন ও রোগ প্রতিরোধে স্থায়ীত্বশীল আর্থিক যোগান নিশ্চিতের মাধ্যমে দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে এগিয়ে নিতে তামাকজাত দ্রব্য হতে আদায়কৃ সারচার্জ ব্যবহার নীতিটি দ্রুত চুড়ান্ত করা জরুরি। জনস্বাস্থ্য উন্নয়নে রোগ প্রতিরোধ ব্যবস্থা সুদৃঢ় করতে তামাকজাত পণ্যের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যহানীকর পণ্যের উপরও অধিক কর আরোপ করা জরুরী। ০৪ ডিসেম্বর সকাল ১১টায় পাবলিক হেল্থ ফাউন্ডেশন এর সম্মেলন কক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং পাবলিক হেল্থ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
পাবলিক হেলথ ফাউন্ডেশন এর কার্যনির্বাহী পর্ষদের সদস্য অধ্যাপক এম. মোজাহেরুল হক এর সভাপতিত্বে সভায় আলোচনা করেন পাবলিক হেলথ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সমীর কুমার সাহা, স্কুল অব ওমেন হেল্থ এ্যান্ড নিউট্রিশন এর নির্বাহী পরিচালক তামান্না শারমিন, ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, প্রকল্প কর্মকর্তা ফাহমিদা ইসলাম এবং শারমিন আক্তার রিনি, ওরাল হেল্থ এন্ড নিউট্রিশন এইড এর মূখ্য পরামর্শক ডা. মোসা. মোস্তারি জান্নাত ববি খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এম. মোজাহেরুল হক বলেন, জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য উন্নয়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। সার্বিক স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবাকে শক্তিশালী ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরালো করা প্রয়োজন। বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থাকে আরও গতিশীল এবং কার্যকরী করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। এ লক্ষ্যে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ জরুরি।
সৈয়দা অনন্যা রহমান বলেন, দেশে চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা অধিক। প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দেশের জনগণকে সুস্থ রাখতে যথাযথ পরিবেশ গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে তামাকজাত দ্রব্য হতে প্রাপ্ত সারচার্জ এর অর্থ সঠিকখাতে ব্যয়ের লক্ষ্যে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এ সংক্রান্ত নীতি প্রনয়ণ অনতিবিলম্বে চুড়ান্ত করা প্রয়োজন।
ডা. সমীর কুমার সাহা বলেন, স্বাস্থ্য একটি ব্যাপক বিষয় এটি উপলব্দি করার সময় এসেছে। শুধুমাত্র চিকিৎসা বা হাসপাতাল কেন্দ্রিক চিন্তা হতে বেরিয়ে এসে সকলের সমন্বয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমানে সংক্রামক রোগের তুলনায় অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে যার চিকিৎসা করাতে গিয়ে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। ফলে শুধুমাত্র স্বাস্থ্য নয় এর পাশাপাশি পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন ব্যহত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তোরণে প্রতিরোধ ব্যবস্থার প্রতি জোরদারকরণে হেলথ প্রমোশনে গুরুত্ব দেওয়া প্রয়োজন ।