English | Bangla
“তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক যোগান নিশ্চিতে করনীয়” শীর্ষক রাজশাহী বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত
৬ নভেম্বর, ২০১৬ রবিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে “তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক যোগান নিশ্চিতে করনীয়” র্শীষক রাজশাহী বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মনির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো.আব্দুল হান্নান।
 
এতে বক্তব্য রাখেন- রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) সুলতান আব্দুল হামিদ, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগ ডা. অসীষ কুমার সাহা, এসিডি’র নির্বাহী পরিচালক সালিমা সারওয়ার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, রাজশাহী’র সিভিল র্সাজন ডা. ফেরদৌস নিলুফার প্রমূখ। ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার।
 
বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) আর্টিকেল ৫.৩। এতে তামাকের উৎপাদন, বিক্রয়, বিতরণ, বিজ্ঞাপন, প্রভৃতি নিয়ন্ত্রণ ও কর বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণের অনেক বিষয় রয়েছে। জাতিসংঘের উতিহাসে সবচেয়ে দ্রুত স্বাক্ষরিত এই চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসাবে এর বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তামাক কোম্পানিগুলো নানাভাবে মানুষকে ধূমপানে আকৃষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত। তাদের এই অপচেষ্টাকে রুখতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের এফসিটিসি আর্টিকেল ৫.৩ সম্পর্কে অবহিত হতে হবে।
 
তারা আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষায় শুধু তামাক নিয়ন্ত্রণ নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহন করা জরুরী। বৈদেশিক অনুদান কিংবা ঋণের উপর নির্ভর না হয়ে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় স্থায়িত্বশীল অর্থনৈতিক যোগান নিশ্চিত করতে হবে।
 
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায়- ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং দি ইউনিয়ন এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
এতে যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা ক্রীড়া অফিস, জেলা তথ্য অফিস, জেলা সিভিল সার্জন অফিস, ইসলামী ফাউন্ডশেনসহ অন্যান্য সরকারী-বেসরকারী অফিসের র্কমর্কতাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় তামাক নিয়ন্ত্রণে কর্মরত বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহন করেন।