English | Bangla
জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে নগরে পর্যাপ্ত পাবলিক টয়লেট জরুরি

মানসম্মত পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় যত্রতত্র মলমুত্র ত্যাগের ফলে প্রতিনিয়ত নাগরিক ভোগান্তি এবং শহরের পরিবেশ দূষণের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে সেখানে মলমুত্র ত্যাগের ফলে সৃষ্টি হচ্ছে- পরিবেশ ও রোগজনিত সমস্যা। প্রতিনিয়ত জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে নানা ধরণের রোগের সম্মুখীন হচ্ছেন নগরের জনগণ ও পথচারীরা। এছাড়া অফিস-আদালত, মার্কেট, বাজার, টার্মিনাল, স্টেশন এলাকায় পর্যাপ্ত, নিরাপদ, পরিচ্ছন্ন, দৃষ্টিগোচর জায়গায় পাবলিক টয়লেট সুবিধা প্রদান ও স্থাপন নিশ্চিতকরণে পাবলিক টয়লেটের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।  ৫ সেপ্টেম্বর ২০১২, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথ উদ্যোগে “জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে নগরে পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচিতে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।