মানসম্মত পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় যত্রতত্র মলমুত্র ত্যাগের ফলে প্রতিনিয়ত নাগরিক ভোগান্তি এবং শহরের পরিবেশ দূষণের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে সেখানে মলমুত্র ত্যাগের ফলে সৃষ্টি হচ্ছে- পরিবেশ ও রোগজনিত সমস্যা। প্রতিনিয়ত জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে নানা ধরণের রোগের সম্মুখীন হচ্ছেন নগরের জনগণ ও পথচারীরা। এছাড়া অফিস-আদালত, মার্কেট, বাজার, টার্মিনাল, স্টেশন এলাকায় পর্যাপ্ত, নিরাপদ, পরিচ্ছন্ন, দৃষ্টিগোচর জায়গায় পাবলিক টয়লেট সুবিধা প্রদান ও স্থাপন নিশ্চিতকরণে পাবলিক টয়লেটের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ৫ সেপ্টেম্বর ২০১২, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথ উদ্যোগে “জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে নগরে পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচিতে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।