গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ির উপর নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে যানজট হ্রাস করা হবে। বিশ্ব গাড়িমুক্ত দিবস ২০১৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেন, নতুন সড়ক পরিবহন আইনে একটি পরিবারে একাধিক ব্যক্তিগত গাড়ি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা রাখার বিধান চালুর চিন্তা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশেেনর মেয়র জনাব আনিসুল হক বলেন, বনানী এলাকায় একটি ছোট সড়ক যান চলাচল বন্ধ কর শুধুমাত্র হেঁটে চলাচলের জন্য উন্মূক্ত করা হবে। অনুষ্ঠানে আলোচনা পর্বে ক্রমান্বয়ে গণপরিবহন বিশেষ করে উন্নত বাস সর্ভিস এবং হাঁটার সুবিধা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২০০৬ সাল থেকে দিবসটি পালন শুরু হয়েছে। বিগত বছরগুলোতে বেসরকারী উদ্যোগে পালিত হলেও এবারই প্রথম ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগসহ সরকারি ও বেসরকারী সম্মিলিত উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস (World Car Free Day) পালিত হচ্ছে। আজ সকাল ১০.০০ থেকে ০১.০০ পর্যন্ত ৪৪টি সংস্থার যৌথ উদ্যোগে
২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, মানিক মিয়া এভিনিউ এর উত্তর পাশে (দক্ষিণ প্লাজা) বিশ্ব গাড়িমুক্ত দিবস উপলক্ষে সড়কে যান্ত্রিক যানবাহন বন্ধ করে সংক্ষিপ্ত আলোচনা সভা, সাইকেল শোভাযাত্রা, ঘুড়ি উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং পরবর্তীতে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের উদ্বোধন করা হয়।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা পর্বটি সঞ্চালনা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বাক জনাব এ কে এম মাঈন উদ্দিন এবং ঢাকা মেট্রোপরিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম)। এছাড়া বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ প্রায় আট শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।