English | Bangla
জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন উন্নয়নের আহবান

সরকার জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ পাশ করেছে। কিন্তু আইনের দুর্বলতার কারণে সুবিধা নিচ্ছে তামাক কোম্পানি। তাই জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে দ্রুত আইন উন্নয়নের দাবীতে ৯ অক্টোবর ২০১০ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই প্রোগ্রামের সঞ্চালকের দায়িত্বপালন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এর মহাসচিব হেলাল আহম্মেদ, নাটাবের খলিলুল্লাহ, একলাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমদাদুল হক, সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, গ্রীণ মাইন্ড সোসাইটির সভাপতি আমির হোসেন, মানব উন্নয়ন সংস্থার হাবিবুর রহমান এবং এস এ আর এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ প্রমূখ।