English | Bangla
বিআরটিসি বাস ধুমপানমুক্ত ঘোষনা: বছরে প্রায় ২ কোটির অধিক যাত্রকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উদ্যোগ গ্রহন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সকল পরিবহন ধূমপানমুক্ত ঘোষনার পাশাপাশি আইন অনুসারে ধূমপানমুক্ত ষ্টিকার স্থাপনে উদ্যোগ গ্রহণ করেছে। ০২ মে, ২০১৬ সকাল ১১টায় মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সামনে বিআরটিসির চেয়ারম্যান দুটি বাসে “ধুমপানমুক্ত পরিবহন” লেখা সাইন লাগিয়ে এ উদ্যোগের শুভ সূচনা করেন। 
 
এ সময় বিআরটিসির চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বলেন, বিআরটিসির একহাজার তেতাল্লিশটি বাস রয়েছে এবং এ সকল বাসে বছরে ২ কোটির অধিক যাত্রী যাতায়াত করেন। জনস্বাস্থ্য রক্ষা এবং তামাক নিয়ন্ত্রণে এধরনের প্রশংসনীয় উদ্যোগের ফলে সরকারের আইন বাস্তবায়ন কার্যক্রম বেগবান হবে এবং পাবলিক পরিবহনে ভ্রমণকারী যাত্রীরা ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে। চেয়ারম্যান বিআরটিসির সাথে সমন্বিতভাবে এধরনের পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ।  
 
উল্লেখ্য যে, এবছর ফ্রেরুয়ারী মাসে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর একটি প্রতিনিধিদল বিআরটিসির চেয়ারম্যান এর সাথে সাক্ষাৎ করে এ বিআরটিসির আওতাধীন সকল পরিবহনকে ধুমপানমুক্ত ঘোষনা এবং সেইসাথে প্রতিটি বাসে “ধুমপানমুক্ত পরিবহন” লেখা সাইন স্থাপনের অনুরোধ জানান। 
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো. আমজাদ হুসাইন, পরিচালক (অর্থ ও হিসাব); মো. শামসুল আলম, পরিচালক (প্রশাসন ও অপারেশন); জিএম, ডিজিএম, সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন; হেলাল আহমেদ, ভারপ্রাপ্ত সমন্বয়কারী, বাংলাদেশ তামাক বিরোধী জোট, গাউস পিয়ারী, পরিচালক, ডাব্লিউবিবি ট্রাস্ট; সৈয়দ মাহবুবুল আলম, কারিগরি পরামর্শক, দি ইউনিয়ন, আমির হাসান, নির্বাহী পরিচালক, গ্রীণ মাইন্ড সোসাইটি, সৈয়দা অনন্যা রহমান, প্রোগ্রাম ম্যানেজার, ডাব্লিউবিবি ট্রাস্ট, আব্দুল কাদের, প্রোগ্রাম ম্যানেজার, একলাব, আতিকা হোসেন, নির্বাহী পরিচালক, নবনীতা মহিলা কল্যাণ সমিতি এবং তৌহিদ উদ-দৌলা রেজা প্রোগ্রাম অফিসার, এইড ফাউন্ডেশন প্রমুখ।