জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপের সুপারিশ বাংলাদেশ তামাক বিরোধী জোটের
জনস্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপ ও তামাকের বর্তমান স্লাব প্রথা বাতিল করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি গ্রহণের অনুরোধ জানান বাংলাদেশ তামাক বিরোধী জোট এর প্রতিনিধিদল। গত ০৪ এপ্রিল, ২০১৬ জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য ব্যরিষ্টার জাহাঙ্গীর হোসেন (মুসক-বাস্তঃ ও আইটি) এর সাথে রাজস্ব ভবনে নির্ধারিত মতবিনিময় সভায় স্বাক্ষাৎকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর প্রতিনিধিদল এ অনুরোধ জানান।
প্রতিনিধিবৃন্দ বলেন, প্রতিবছর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ৫৭ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ এবং ৩ লক্ষ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে। জনস্বাস্থ্য উন্নয়নে সরকার আইন ও বিধিমালা প্রণয়নের পাশাপাশি নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন বিষয়ক দক্ষিণ এশীয় স্পীকারদের শীর্ষ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সর্ম্পূণভাবে নির্মূল করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। উল্লেখিত লক্ষ্য বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য রক্ষায় সকল ধরনের তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে করারোপ অত্যন্ত জরুরী ।
মত বিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ফাইজুর রহমান, প্রথম সচিব (মুসক নীতি), সামসুল ইসলাম প্রথম সচিব (মুসক বাস্তবায়ন), আব্দুর রশিদ মিয়া, দ্বিতীয় সচিব (মুসক বাস্তবায়ন) । বাংলাদেশ তামাক বিরোধী জোট এর প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোট এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী এবং প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারী জেনারেল হেলাল আহমেদ, মানবিকের টেকনিক্যাল এডভাইজার রফিকুল ইসলাম মিলন, দ্যা ইউনিয়নের টেকনিক্যাল এডভাইজার, সৈয়দ মাহবুবুল আলম, এইডের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।
জোটের পক্ষ থেকে লিখিত আকারে, তামাকজাত দ্রব্যের বিভিন্ন স্তরের কর প্রথা বাতিল, তামাকজাত দ্রব্যের উপর ২% সারচার্জ আরোপ, প্রকৃত মূল্য বৃদ্ধির জন্য তামাকজাত পণ্যের উপর প্রতি বছর নির্দিষ্ট পরিমান (স্পেসেফিক) এক্সাইজ ট্যাক্স সমন্বয়, তামাকজাত পণ্যের করারোপ ও সংশ্লিস্ট বাজেট প্রণয়র প্রক্রিয়ায় তামাক নিয়ন্ত্রণে নিয়োজিত সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, একক শলাকা বিড়ি এবং সিগারেট বিক্রয় নিষিদ্ধ ঘোষনা, জাতীয় রাজস্ব বোর্ডের তামাক কর সেল (টিসিসি) কে অধিকতর কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের সাথে এর সমন্বয় শক্তিশালীকরণ, এফসিটিসি এর আর্টিক্যাল ৫.৩ অনুসারে রাজস্ব আদায় কর্তৃপক্ষ, তামাকজাত পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ, তামাকজাত পণ্যের ডিউটি ফ্রি বিক্রয় নিষিদ্ধ, তামাকপাতা এবং তামাকজাত পণ্যের রপ্তানীর উপর উচ্চ হারে রপ্তানী শুল্ক আরোপ, বানিজ্যিভাবে এবং বাড়ীতে উৎপাদিত তামাকজাত পন্যের অর্ন্তভুক্তি নিশ্চিত করে দেশব্যাপী শুমারী পরিচালনা করার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়।