ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহন ধূমপানমুক্ত। বাংলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত একুশে বইমেলা জনসাধারণের স্থান হিসেবে বিবেচনা করা উচিত কারণ এই বইমেলায় প্রতিদিন ১০০০ এর মত লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর এজন্যই আইন অনুযায়ী তা ধূমপানমুক্ত রাখা অত্যন্ত জরুরী।
প্রখ্যাত লেখক ইমদাদুল হক মিলন জনগণের জন্য একুশে বইমেলা ধূমপানমুক্ত রাখতে ১০ ফেব্রুয়ারী ২০১৩ তারিখে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর যৌথ উদ্যোগে শিশু ও বয়সসন্ধিকালের ছেলে-মেয়েদের নিয়ে আয়োজিত “ধূমপানমুক্ত পাবলিক প্লেস” শীর্ষক প্রচারণা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম প্রমূখ।