গত ১০ অক্টোবর ২০১০ তারিখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথ উদ্যোগে জলবায়ুর দ্রুত পরিবর্তন রোদে একটি ইকো-বান্ধব পরিবহন পরিকল্পনার জন্য সাইকেল র্যালির আয়োজন করেণ। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম শক্তিশালী করার মাদ্যমে রাজধানীর প্রাইভেট কারের সংখ্যা কমিয়ে আনার কথা বলেন। উক্ত র্যালিটি জাতিয় জাদুগরের সামনে থেকে শুরু হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর অর্থ সম্পাদক মহিদুল হক খান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ড. এ.আর খান, জাতিয় সাইকেল প্রশিক্ষক শহিদুর রহমান, ঢাকা সাইকেলিং ক্লাব এর আফতাবুর রহমান এবং ডাবি¬উবিবি ট্রাস্টের মারুফ রহমান।