English | Bangla
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের বিধান সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ জনগনের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং তামাকজাত দ্রব্যের প্রচারনা বন্ধে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে ৩০ মার্চ ২০১৫ সকাল ১১টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতি এর যৌথ উদ্যোগে গুলিস্তানে অবস্থিত বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভা কক্ষে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছিন্নমূল হকার্স মালিক সমিতির সভাপতি কামাল সিদ্দিকী এবং মূল প্রবন্ধ পাঠ করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার। সভা শেষে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির কার্যালয়ের সম্মুখের রাস্তায় একটি অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছিন্নমূল হকার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, দি ইউনিয়ন এর পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার, সহসভাপতি মোঃ সাইদুল ইসলাম গনি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ নুরে আলম, বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন এর সহ-প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় দি ইউনিয়নের প্রতিনিধি এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে সকল ধরণের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া স্বত্বেও কোম্পানিগুলো নানাভাবে আইনভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করে আসছে। বর্তমানে বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রচারণার ক্ষেত্রে বড় একটি কৌশল। সরকার বিভিন্ন সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ সকল বিজ্ঞাপন অপসারণ করলেও, কোম্পানিগুলো দোকানীদের নানাভাবে প্রলুব্ধ করে বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রদান  করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যনুসারে প্রতি বছর চার কোটি নারী কর্মস্থলে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। তিনি যার যার অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।
 
বাংলাদেশ ছিন্নমূল হকার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের ফলে অনেক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। আইনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধের পাশাপাশি ১৮ বছরের নিচে কারো কাছে এবং কারো দ্বারা তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধের কথা বলা হয়েছে। জনস্বার্থে প্রণীত এ আইনটি বাস্তবায়নে তিনি তার সংগঠন এর পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা আশ্বাস ব্যক্ত করেন।

বাংলাদেশ ছিন্নমূল হকার্স মালিক সমিতির সভাপতি কামাল সিদ্দিকী বলেন, কোম্পানী কর্তৃক প্রচারিত তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন তরুণ প্রজন্মকে ধূমপানে উৎসাহিত করছে। আইনে অনুসারে তামাকজাতদ্রব্যের বিজ্ঞাপন প্রচারণা এবং পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ। তামাক নিয়ন্ত্রণ আইন আমাদের কল্যাণে প্রণীত সুতরাং আমরা চাইলে এ আইন বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখতে পারি। সভা শেষে তিনি প্রতিজ্ঞা করেন আজ থেকে ধূমপান করবেন না এবং তার নিজ প্রতিষ্ঠান সম্পূর্ণ ধূমপানমুক্ত ঘোষনা করে সাইন স্থাপন করেন।  

কর্মসূচীতে বক্তারা আরো বলেন, পরোক্ষ ধূমপানের কারনে প্রতিনিয়ত নারী শিশুসহ অধূমপায়ী জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন থাকলেও এর বাস্তবায়ন অত্যান্ত দূর্বল। আইন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।