English | Bangla
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০১৫, নারীর উন্নয়ন ও অগ্রগতিতে নারীর গুরুত্ব এবং অবদান স্বীকৃতি দেয়ার আহবান
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট  ১৫ অক্টোবর ২০১৫, সকাল ১১ টায় শংকর বাস স্ট্যান্ড এ লিফলেট ক্যাম্পেইনের আয়োজন করেন। ১৯৯৫ সালে বেইজিং এ আন্তর্জাতিক নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়। ১৮ ডিসেম্বর ২০০৭ এ দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃত স্বীকৃতি পায়। বাংলাদেশে প্রতি বছর বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হয়ে আসছে। 
 
 ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাজনীন কবীর ক্যাম্পেইনটির নেতৃত্ব দেন। ক্যাম্পেইনে বক্তারা দাবী করেন, জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের কথা পরিসংখ্যানসহ সকল প্রকার দলিলে উল্লেখ করতে হবে, নারীর অমূল্যায়িত বা গৃহস্থালী কাজের সঠিকমূল্য জিডিপি হিসাবে যুক্ত করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমের জরিপ করতে হবে, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ করতে হবে, গৃহস্থালী কাজে নারীর অবদানকে জাতীয় অর্থনীতিতে স্কীকৃতি দিতে হবে।
 
নাজনীন কবীর বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্য স্বীকার হচ্ছে। গৃহস্থালী কাজসহ গ্রামীণ নারীরা কৃষিকাজ এর সাথে সরাসরিযুক্ত। গৃহস্থালী কাজ ও নারীদের কৃষিকাজে অবদানের মূল্যায়ন করা হয় না। নারীর গৃহস্থালী কাজকে স্বীকৃতি দেয়া হলে নারীর প্রতি যে বৈষম্য এবং নির্যাতন হয় তার পরিমাণ অনেকাংশে কমে আসবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার মতামত গুরুত্ব পেলে সার্বিক উন্নয়ন সংঘটিত হবে। তাই জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি প্রদান করা জরুরী। 
 
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর লিফলেট ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন তানজিলা হক অ্যাসিসটেন্ট এডভোকেসি অফিসার, নাঈমা আকতার অ্যাসিসটেন্ট এডভোকেসি অফিসার। এছাড়াও সামাজিক সংগঠন উদ্যোগের আয়োজনে ইডেন মহিলা কলেজ এর সামনে  লিপি আকতার এর নেতৃত্বে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ফারহানা জামান লিজা ও মহিউদ্দিন রাসেল এর নেতৃত্বে বনানী ক্যাম্পসের সামনে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আমেনা ইয়াসমিন, মৌনি আকাশ লীনা এর নেতৃতে ক্যাম্পাসের সামনে লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ঢাকার বাহিরে সংগঠনের মধ্যে উদয়ন বাংলাদেশ বাগেরহাট, মৌমাছি সাতক্ষীরা, নলছিটি মডেল সোসাইটি ঝালকাঠি, ওয়েপ কিশোরগঞ্জ, নারী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জ, সাফ কুষ্টিয়া, ডিপিপি সিরাজগঞ্জসহ বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক গ্রামীন নারী দিবসে লিফলেট ক্যাম্পেইন আয়োজন করেন।