২৯ আগষ্ট, ২০১৫ সন্ধ্যায় রোগ-প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে "বাংলাদেশ তামাক বিরোধী জোটের" প্রতিনিধিদের সাক্ষাৎ করেন। তামাকজাত পণ্যের উপর কর হিসেবে সারচার্জ থেকে প্রাপ্ত অর্থের সদ্বব্যবহারের জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন জরুরি। হেলথ প্রমোশন ফাউন্ডেশনের কাজ হবে স্বতন্ত্র সংস্থার অধীনে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, তদারকি ও মূল্যায়নের ভিত্তিতে হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাতে এই আহ্বান জানায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা।
স্বাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক সংস্থা দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ডাব্লিউবিবি ট্রাষ্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার রিনি, সহকারি প্রকল্প কর্মকর্তা শুভ কর্মকার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, টিসিআরসির সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান, গবেষনা সহকারি ফারহানা জামান লিজা ও মহিউদ্দিন রাসেল, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি হেলাল আহমেদ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা ও এড. সুলতান মাহমুদ পান্না।