English | Bangla
লালবাগ কেল্লা পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়াসহ অন্যান্য ঐতিহ্য সংরক্ষণে মহাপরিচালকের আন্তরিক হওয়ার আশ্বাস

হাইকোর্টের নির্দেশনা মেনে লালবাগ কেল্লাসহ সকল প্রতœতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের সুপারিশমালা সম্বলিত স্মারকলিপি  প্রদানের জন্য ৩০ জুন ২০১৫, সকাল ১১টায় পবার চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি টিম প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো: আলতাফ হোসেনের সাথে সাক্ষাৎ করে। মহাপরিচালক লালবাগ কেল্লার দেয়াল এক সপ্তাহের মধ্যে তুলে দেয়াসহ অন্যান্য নির্মাণ সামগ্রী অবিলম্বে সরিয়ে নেয়ার আশ্বাস দেন। শুধু লালবাগ কেল্লা নয় সারা দেশের প্রতœতাত্ত্বিক নিদর্শন সমূহের যথাযথ সংরক্ষণেও তার আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসি অফিসার মো: মারুফ হোসেন, পবার ঐতিহ্য সংরক্ষণ টিমের সদস্য সচিব স্থপতি সাজ্জাদুর রশিদ, পবার সহ-সম্পাদক মো: নজরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমেদ প্রমুখ।