English | Bangla
তামাক জাত দ্রব্যরে বজ্ঞিাপন , প্রচারণা এবং পৃষ্টপোষকতা নষিদ্ধি আইন অমান্যে জরমিানা ১ লক্ষ টাকা

৩১ শে মার্চ ২০১৫ সকাল ১১ টায় তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারনে যুব সমাজ ও সাধারণ জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং পুরান ঢাকার সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ যৌথভাবে  ঢাকেশ্বরী মোড়ে অবস্থান কর্মসূচি ও সচেতনতামূলক কাম্পেইনের আয়োজন করে। অবস্থান কর্মসূচী শেষে পরিচালিত সচেতনতামূলক কাম্পেইনটি ঢাকেশ্বরী মোড়, অরফানেজ রোড, নুর ফাতেহ লেন হয়ে শায়েস্থাখান রোডে এসে শেষ হয়। কর্মসূচী চলাকালীন তামাকজাত দ্রব্য বিক্রয়কারী ১৬ টি দোকানের মালিক স্ব-ইচ্ছায় তাদের দোকান থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারন করেন। এ কার্যক্রমে উৎসাহিত হয়ে স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা স্বতঃর্স্ফুতভাবে অংশগ্রহন করেন। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সহকারি এ্যাডভোকেসি অফিসার শুভ কর্মকার এবং উদ্যোগ সংগঠনের নির্বাহী পরিচালক লিপি আক্তার, উদ্যোগ এর সহপরচিালক মোঃ রাকবিুল ইসলাম (রাজু) প্রমুখ।