ক্যান্সার একটি মরণঘাতি এবং ব্যয়বহুল রোগ। প্রতি বছর বাংলাদেশে ১৩ হাজার শিশু ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এ রোগ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের পাশে দাড়ানো জরুরি। ১৫ ফেব্র“য়ারি ২০১৫ আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশে (ডাব্লিউ বিবি) ট্রাস্ট এর আয়োজিত এক কর্মসূচী হতে এ আহবান জানানো হয়। প্রতিনিধিরা হাসপাতালের ক্যান্সার ইউনিটে শিশু ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে সময় কাটান এবং তাদের হাতে খেলনা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান) আমিরুল মোরশেদ খসরু, ডাঃ আলাউদ্দিন (উপদেষ্টা), শিবানী মূখার্জী,(সমাজ সেবা কর্মকর্তা)ও ডাব্লিউ বিবি ট্রাস্ট এর প্রশাসনিক পরিচালক গাউস পেয়ারি মুক্তি, ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “আসুন ক্যান্সার অক্রান্ত শিশুদের সহযোগিতা করি”।
ডাঃ আলাউদ্দিন বলেন, বাংলাদেশে শিশু ক্যান্সার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। শিশু ক্যান্সার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। ক্যান্সার অক্রান্ত শিশুদের সহযোগিতায় সমাজের বিত্তশালী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য প্রশমন সেবা দরকার। তাদের সাথে খেলাধূলা ও সময় কাটানো প্রশমন সেবায় গুরুত্বপূর্ন একটি গুরুত্বপূর্ণ অংশ।
সৈয়দা অনন্যা রহমান বলেন, সমীক্ষায় লক্ষ্য করা যায়, ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে মাত্র ৫ শতাংশ বংশগত বা জিনগত কারনে আক্রান্ত হয়। বাকি ৯৫ শতাংশ জন্মের পরবর্তী কালে পারিপর্শ্বিক বিভিন্ন কারনে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে ব্লাল্ড ক্যান্সার যা শতকরা ৬০ শতাংশেরও উপরে। আমাদের সচেতনতা ও সঠিক সময়ের পদক্ষেপ ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রশাসনিক পরিচালক গাউস পিয়ারি মুক্তি বলেন, তামাক বর্জন ও ধূমপানমুক্ত পরিবেশ, কৃষিতে রাসায়নিক ব্যবহার বন্ধ, ফাষ্টফুড, কোমল পানীয় জাতীয় খাবার বর্জন, তাজা-শাকসবজি গ্রহণ, শারিরীক পরিশ্রম ক্যান্সার প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের প্রতিদিনের জীবন যাত্রায় এ বিষয়গুলো মেনে চলা প্রয়োজন। উক্ত কর্মসূচীতে ডাব্লিউবিবি ট্রাস্ট-র পাশাপাশি অরুণ দয়ের তরুন দলের প্রতিনিধিরা ও অংশগ্রহণ করেন।
আরো ছবি: https://www.facebook.com/media/set/?set=a.910480405649007.1073741908.365008236862896&type=1