বাংলাদেশে ক্যান্সার এর প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। মূলত ধূমপানসহ তামাকজাত দ্রব্য সেবন, ফাস্টফুড, কোমল পানীয়, এনার্জি ড্রিংক্স সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার ক্যান্সারের প্রধান কারণ। ক্যান্সারের বহুবিধ কারণ সম্পর্কে সচেতন করতে ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে সকাল ৯টা ৩০মিনিটে ধানমন্ডি লেকে রবিন্দ্র সররোবর চত্ত্বরে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, অরুণোদয়ের তরুণ দল, মাস্তুল ফাউন্ডেশন এর অয়োজনে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পইন এ উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক (প্রোগাম ও প্ল্যানিং) এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ও পরিচালক (প্রশাসন) গাউস পিয়ারি মুক্তি, সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাজনীন, ন্যাশনাল এডভোকেসি কর্মকর্তা সৈয়দা অনন্যা রহমান, অরুণোদয়ের তরুণ দল’র সভাপতি শহিদুল ইসলাম বাবু, মাস্তুল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান প্রমুখ।