English | Bangla
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে স্বাস্থ্য ব্যবস্থায় রোগ প্রতিরোধকে প্রাধান্য দিতে হবে
স্বাস্থ্যকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতি এবং রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দেয়ার দাবি জানিয়েছে স্বাস্থ্য অধিকার কর্মীরা। Universal Health Coverage (UHC) Day  উপলক্ষ্যে  ১১ ডিসেম্বর সকাল ১১ টায় শাহবাগ চারুকলার সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। বিশ্বের ৮৯ দেশে ৪৬৩ টি সংগঠন আগামী ১২ ডিসেম্বর UHC  দিবস উদযাপন করছে। 
 
আমিনুল ইসলাম সুজন, ক্যান্সার এ্যাম্বেসেডর, আমেরিকান ক্যান্সার সোসাইটি বলেন, দিন দিন মানুষের মাঝে রোগ বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি ব্যক্তি ও পরিবার রোগ ও রোগের চিকিৎসার জন্য নিরন্তর লড়ছে। রোগের চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হচ্ছে অনেকেই। ক্রমাবর্ধমান রোগের জন্য জনসাধারণকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান রাষ্ট্র ও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। কায়িক পরিশ্রমের অভাব, পরিবেশ দুষণ, খাদ্যাভাস মানুষের মাঝে রোগ সৃষ্টির অন্যতম প্রধান কারন। 
 
হেলাল আহমেদ সেক্রেটারী জেনারেল, প্রত্যাশা বলেন,  বিশুদ্ধ পানি, নির্মল বাতাস, গাছ, মাটি, খাদ্য বাসস্থান, ব্যায়াম, হাঁটাচলা, খেলাধূলার সুযোগই-স্বাস্থ্য। এই নিয়ামকগুলো নিশ্চিত করা সম্ভব হলেই আমাদের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব হবে। শুধুমাত্র চিকিৎসা, ঔষধ বা অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে স্বাস্থ্য ব্যবস্থায় রোগ প্রতিরোধকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। 
 
এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, পরিবেশ দুষণ, নিরাপদ খাদ্য, হাঁটা খেলাধূলার সুযোগ, তামাক ব্যবহার এবং ফাষ্টফুড এবং জাঙ্কফুডের ইত্যাদি বিষয়ক আইন ও নীতিমালাগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে দেশে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়বেটিস-ও মতো রোগগুলো কমিয়ে আনা সম্ভব। কিন্তু  সরকার রোগ প্রতিরোধ অপেক্ষা, চিকিৎসা ব্যবস্থার প্রতি এখনো অনেক বেশি মনোযোগী।  ফলে রোগ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। 
 
বক্তারা আরো বলেন, নগরে সামাজিকরণ বৃদ্ধিতে সরকার এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। মানুষ সুস্থ্য থাকার জন্য ব্যায়াম, হাঁটাচলার সুযোগ প্রদান করতে হবে। যে কোন নীতি প্রণয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। 
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আনিসুল হোসেন তারিক, পল্লিমা গ্রীন, সৈয়দ মাজহারুল ইসলাম, সিরাক বাংলাদেশ, মোঃ নজরুল ইসলাম বিষমুক্ত খাদ্য আন্দোলন, মনজুর হাসান দিলু নির্বাহী সদস্য পবা, রোকেয়া বেগম স্বাস্থ্য আন্দোলন।  নারীপক্ষ, স্বাস্থ্য আন্দোলন, ডাব্লিউবিবি ট্রাস্ট, পরিবেশ বাঁচাও আন্দোলন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন,  বাংলাদেশ হেলথ এসোসিয়েশন, নিরাপদ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, সিরাক বাংলাদেশসহ স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কার্যরত ৮টি সংগঠন এ অবস্থান কর্মসূচীর আয়োজন করে।