নদী, খাল ও জলাশয় সংরক্ষণে ইতিবাচক পদক্ষেপসমূহ: প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক মতবিনিময় সভা
১৫ জুন ২০১৪ তারিখ সকাল ১১ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যেগে ডাব্লিউবিবি ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে "নদী, খাল ও জলাশয় সংরক্ষণে ইতিবাচক পদক্ষেপসমূহ: প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান, প্রবন্ধ উপস্থাপনা করেন এফকে নরওয়ে এর রিসার্স ফেলো মঞ্জুশ্রী মাহারজান এবং সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সৈয়দ মাহবুবুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি প্রফেসর মো.গোলাম রহমান, পরিবেশ বাঁচাও আন্দোলন এর সম্পাদক মনোয়ার হোসেন এবং স্কোপ এর নির্বহী পরিচালক কাজী এনায়েত হোসেন।