নারায়নগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেল লাইনটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই লাইনে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে করে কর্মস্থলে যাতায়াত করে থাকেন। তবে ঢাকা-টঙ্গী সেকশনে দুইটি মাত্র লাইন থাকায় যাত্রী চাহিদা থাকা স্বত্ত্বেও নতুন ট্রেন চালু করা এবং ঢাকায় প্রবেশকারি পূর্ব ও পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল ঠিক রাখা সম্ভব হচ্ছে না। এজন্য সরকার ২০১২ সালে ঢাকা- জয়দেবপুর রেললাইন চারলেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করলেও টেন্ডার জটিলতার কারণে এখনও কাজ শুরু করা সম্ভব হয় নি। এমতবস্থায় ঢাকার পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের জন্য কমিউটার ট্রেন চালু, ঢাকায় প্রবেশকারী পূর্ব ও পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের শিডিউল ঠিক রাখা এবং যানজট হ্রাসে ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতূর্থ রেল লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর ডুয়েল গেজ ও ডাবল লাইন স্থাপন জরুরি। ৩ মার্চ ২০১৪ তারিখে ডাব্লিউবিবি ট্রাস্ট এবং সহায় উন্নয়ন সংস্থা এর যৌথ উদ্যোগে বিমানবন্দর রেল স্টেশন এর সামনে “অবিলম্বে ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন দ্রুত বাস্তবায়ন চাই” শীর্র্ষক মানববন্ধনে বক্তরা এই অভিমত ব্যক্ত করেন।