সরকার পরিচালিত রাষ্ট্রায়াত হাসপাতাল সম্পর্কে আমাদের অনেক অভিযোগ। কিন্তু কখনো চিন্তা করি না, একজন নিঃস্ব মানুষ বিনামুল্যে এখনো নূন্যতম চিকিৎসা করাতে পারে। দূঘর্টনার পর একজন মানুষকে নিয়ে গেলে, জরুরি ভিত্তিতে চিকিৎসা পায়। সেবার জন্য যে পরিমান লোকবল আছে, তার চেয়ে অনেক বেশি মানুষ চিকিৎসা নিতে যায়। তারপরও নিরলসভাবে তারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।
কোন ভুলের জন্য তাদের অভিযোগ করি। কিন্তু যারা ভাল কাজ করে তাদের ধন্যবাদ দিই না। ৭ ডিসেম্বর ২০১৩ তারিখে স্বাস্থ্য আন্দোলন ও ডাব্লিউবিবি ট্রাস্ট-র কিছু ব্যক্তি গিয়েছিল ঢাকা মেডিক্যাল কলেজে পরিচ্ছন্ন কর্মী হতে চিকিৎসক পর্যন্ত প্রত্যেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে। তাদের নিরলস পরিশ্রম ও মানুষের প্রতি ভালবাসার জন্য। আপনিও যখন সেবা নিবেন অনুরোধ তাদের একটু বিনীতভাবে ধন্যবাদ জানান। তাতে মনোবল বাড়বে। আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা দেশকে এগিয়ে নিয়ে যাবে।