English | Bangla
৫৭ হাজার মানুষ রক্ষার্থে তামাক নিয়ন্ত্রণ আইনের উন্নয়ন জরুরি

তামাক নিয়ন্ত্রণ আইনের উন্নয়ন জরুরি কারণ এই আইনের দুর্বলতার জন্য প্রত্যক্ষভাবে ৫৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাব্লিউবিবি ট্রাস্ট এবং স্কোপ এর যৌথ উদ্যোগে ৪ মে ২০১০ বলিশাল বিভাগীয় কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বক্তারা সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ১০০% ধূমপানমুক্ত করারও আহবান জানান। তামাক কোম্পানির আইন লঙ্ঘণের বিষয়ও এই কর্মশালায় জোরালো পদক্ষেপের আহবান জানানো হয়্। এই কর্মশালায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৩৫ জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করে।