২০০৫ সালে ডাব্লিউবিবি ট্রাস্ট এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট-র উদ্যোগে দ্বিতীয় জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সারা দেশের বিভিন্ন সংগঠনের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে স্থানীয় সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করতে পারে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এ কর্মশালার পরবর্তী স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার হয়।