পাহাড়তলী (চট্টগ্রাম) রেল কারখানা পরিদর্শন
রেল ব্যবস্থার আধুনিকীকরণের প্রস্তাবনা তৈরীর জন্য রেলের সমস্যা ও সম্ভাবনা খুঁজে বের করতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর একটি প্রতিনিধি দল ২৮ ও ২৯ জানুয়ারী ২০১৪ তারিখে পাহাড়তলী (চট্টগ্রাম) এর রেল কারখানা পরিদর্শন করে। এতে বাংলাদেশ ইনিস্টিটিউট অফ লেবার স্টাডিজ এর কোষাধ্যক্ষ ইঞ্জি. মো. কবির হোসেন, ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহকারী প্রজক্ট অফিসার আতিকুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্ট ও নরওয়ে এর স্বেচ্ছাসেবী প্রভাকর গুরু ও মঞ্জুশ্রী মাহারজান উপস্থিত ছিলেন। এছাড়াও তারা অধীক্ষক জনাব মিজানুর রহমান, অন্যান্য সহকারী ও ল্যাবরেটরিজ এবং শ্রম নেতাদের সাথে সাক্ষাত করেছে। পরবর্তীতে তারা অন্যান্য কর্মশাল এবং রেল সম্পর্কিত অন্যান্য বিভাগ পরিদশর্ণ করে।