সাম্প্রতিক সময়ে রেল বিভিন্ন ধরনের নাশকতার শিকার হচ্ছে। ট্রেনের বগিতে আগুন দেওয়া, রেললাইন উপড়ে ফেলা, চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে হত্যাসহ নানা অপকর্ম রেলের নিরাপত্তা বিঘিœত করছে। শুধুমাত্র রেল নিরাপত্তা কর্মী বা আইন প্রয়োগের মাধ্যমে এসব নাশকতা বন্ধ করা সম্ভব নয়। এর জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ বিষটি সামনে রেখেই ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদগুলোতে জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে চিঠি প্রেরন করা হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলের (চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর, কসবা, কুমিল্লা, সীতাকুন্ড, জামালপুর, কাউনিয়া, নোয়াখালী, সিঙ্গিজানী, চট্রগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ) স্টেশনগুলোতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রেলগাড়িতে পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ ও ভাংচুর বন্ধে দেশব্যাপি পালিত সচেতনতামূলক কর্মসূচীর সাময়িক সমাপ্তি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ১২, ১৩ ও ২০ অক্টোবর ২০১৩ তারিখে কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দিন ব্যাপি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। গত ১২ অক্টোবর সকাল ১০ ঘটিকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে “রেলগাড়িতে পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ ও ভাংচুর প্রতিরোধ করুন” শীর্ষক দেশব্যাপি সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের, ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক (প্রশাসন) গাউছ পিয়ারী মুক্তি, ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান, রেলওয়ের এডিশন্যাল চিফ অপারেটিং অফিসার (পশ্চিম) মোশারফ হোসেন, স্টেশন ম্যানেজার খায়রুল বশীর, নাসফ এর সভাপতি হাফিজুর রহমান ময়না, রেলওয়ের ট্রেড ইউনিয়ন এর নেতা দেওয়ান মোহাম্মদ আলী, মোঃ হুমায়ন কবীর, এনায়েত হোসেন আকন্দ, মোঃ আব্দুল মান্নান, সৈয়দা আজিজুন্নাহার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রজেক্ট অফিসার নাজনীন কবীর।