তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহারের প্রেক্ষিতে দেশের মানুষ তামাকজনিত রোগ ও মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে বিধায় স্বাস্থ্যহানি ভেষজ তামাক নিয়ন্ত্রণ সরকারের একটি সংবিধানিক দায়িত্ব। জনস্বাস্থ্য রক্ষায় যত দ্রুত সম্ভব তামাক নিয়ন্ত্রণ আইন পাস জরুরি। সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সাংবিধানিক দায়বদ্ধতা শীর্ষক গোলটেবিল বৈঠকে সভায় বক্তারা এ কথা বলেন। ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারীপক্ষ’র সভানেত্রী এডভোকেট ইউ এম হাবিবুন নেসা, সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী, পরিবেশবিদ মহিদুল হক খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড হসপিটাল এর সহযোগী অধ্যাপক ও ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো (উফাত) এর সাংগঠনিক সম্পাদক ডা. সোহেল রেজা চৌধুরী, এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এর আহবায়ক সাংবাদিক আবু রুশদ মো. রুহুল আমিন, বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রতিনিধি ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান ও সঞ্চালনা করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম সুজন।