English | Bangla
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ১৫ বছর পুর্তি অনুষ্ঠান পালন

গত ২১ ডিসেম্বর ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর  ১৫ বছর পুর্তি অনুষ্ঠান পালিত হলো। দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ১২০০ অতিথি উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এর মধ্যে উর্ধ্বতন সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর অন্যান্য শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নতুন ভবনে সংস্থার অভ্যন্তরীন কর্মপরিবেশ পর্যবেক্ষণ, প্রকাশনা ও উপকরণ প্রদর্শন ১৫ বছরের কার্যক্রম ও অর্জন সম্পর্কিত স্লাইড শো এবং আগত অতিথিদের মধ্যে আড্ডা ছিল সারাদিন ব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন দিক। এছাড়া দুপুর ১২ টায় অনাড়ম্বর এবং আনুষ্ঠিকতার মাধ্যমে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর অগ্রযাত্রার শুরু থেকে এ পর্যন্ত অসামান্য অবদানের জন্য হেলথ-ব্রিজ-কানাডার আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসনকে সম্মানান জানানো হয়। এ পর্বে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন  পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান, সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, বিসিসিপি এর পরিচালক ডা. নজরুল ইসলাম। এ পর্বটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংস্থার কর্মসূচী সমন্বয়ক আমিনুল ইসলাম সুজন।