English | Bangla
ডাব্লিউবিবি ট্রাস্ট ও হাসিলকান্দি যুব কল্যাণ সংস্থা এর যৌথ উদ্যোগে আয়োজিত লিফলেট ক্যাম্পেইন

তামাক নিয়ন্ত্রন আইনে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।  আইন থাকা স্বত্বেও পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানমুক্ত কার্যকরভাবে বন্ধ না হওয়ার প্রেক্ষিতে জনগনের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে। ধূমপানমুক্ত সুস্থ্য একটি পরিবেশ আমাদের সকলেরই কাম্য, এজন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সচেতনতামূলক সক্রিয় অংশ গ্রহণ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ জনস্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইনটি প্রণয়নের ফলে দেশে তামাক নিয়ন্ত্রণে বেশ অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে আইনটি বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার জন্য প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধনের পাবলিক প্লেস, পরিবহন, কর্মস্থল ধূমপানমুক্ত স্থানের ক্ষেত্রে সুপারিশ এর দাবিতে  গত ২৪ অক্টোবর ২০১০ থেকে ২৬ অক্টোবর ২০১০ পর্যন্ত  হাসিলকান্দি যুব কল্যাণ সংস্থা তামাক নিয়ন্ত্রন আইন উন্নয়নে লিফলেট ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করে। ক্যাম্পেইন শেষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধনের পাবলিক প্লেস, পরিবহন, কর্মস্থল ধূমপানমুক্ত স্থানের ক্ষেত্রে সুপারিশ জানিয়ে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল কাদের খান - গাইবান্ধা - ১, ডঃ টি আই এম ফজলে রাব্বি চৌধূরী গাইবান্ধা - ৩, জনাব মোঃ মনোয়ার হোসেন চোধূরী গাইবান্ধা- ৪ এবং জনাব মোঃ ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা- ৫ বরাবর হাসিলকান্দি যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হয়।