উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস জাতীয় অসংক্রামক রোগ হতে রক্ষায় খাদ্যভাস পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা জরুরি। পাশাপাশি কোমল পানীয়, ফাষ্টফুড ও জাঙ্কফুড জাতীয় খাবার গ্রহণ হতে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ৪ ফেব্র“য়ারি ২০১৩ ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগে “ক্যান্সার সম্পর্কে আপনি কি জানুন” বিষয়ক লিফলেট ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিত লিফলেট ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সদস্যবৃন্দ, অরুণোদয়েরতরুণ দলের সদস্যবৃন্দ সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে জনগণকে ক্যান্সার বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।