ডায়বেটিস, ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, হার্ট এটাক, এজমা ইত্যাদি অসংক্রামক রোগ বাংলাদেশে বেড়ে যাচ্ছে। মূলত, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এসব রোগ বৃদ্ধি পাচ্ছে। কোমল পানীয়, প্যাকেটজাত জুস, এনার্জি ড্রিংক্স ও ফাস্ট ফুড, জাঙ্কফুড সেবন, ধূমপান ও সাদাপাতা-গুল-জর্দাসহ চর্বনযোগ্য তামাক সেবন, সব রকম মাদক সেবন মানুষকে ক্রমান্বয়ে অসুস্থ্য করে তোলে। বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি করে। এসব অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ, মমতা, সিডিসি, ব্রিসডো ও বিকাশ এর উদ্যোগে ০৬ সেপ্টেম্বর ২০১২, দিনাজপুর এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার সমাপনীতে বক্তারা এ আহবান জানান। অনুঘটক এর নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা’র নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, ব্রিসডো’র নির্বাহী পরিচালক মির্জা ওবায়দুর রহমান, বিকাশ এর নির্বাহী পরিচালক মো. নুরুল হক।
অসংক্রামক রোগ; এর কারণ ও ভয়াবহতা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম সুজন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে হাঁটা ও সাইকেলের গুরুত্ব এবং করণীয় বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান।
দিনব্যাপী এ কর্মশালায় রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ইত্যাদি জেলা থেকে ৩০টি বেসরকারি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।