যাতায়াত ব্যবস্থায় গতিশীলতার জন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণ ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে যেমন রেল, বাস, হাঁটা, রিকশা ও বাইসাইকেলে চলাচলে মানুষকে উৎসাহ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশ্ব বসতি দিবস ২০১৩ উপলক্ষ্য ৭ অক্টোবর ২০১৩ সকাল ১১ টায় শংকর (ধানমন্ডি) বাসস্ট্যান্ড এর সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত লিফলেট ক্যাম্পেইন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
সকল ক্ষেত্রে গতিশীলতা আনয়ন নগরায়নের অন্যতম লক্ষ্য। কিন্তু ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শহরে যানজটের কারণে গতিশীলতা ব্যহত হচ্ছে। যা উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিকতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় Urban Mobitity যার ভাবানুবাদ করা হয়েছে "সক্রিয় নগর; যুগোপযোগী নগর" । বর্তমানে ঢাকা শহরে যানজটে নগর জীবনের গতি বাধাগ্রস্থ হচ্ছে। কখনো কখনো দশ মিনিটের পথ এক ঘন্টায় পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ে। যানজট হ্রাসে সরকার কর্তৃক প্রাইভেট কার ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ব্যক্তিগত পর্যায়েও যানজট এড়ানোর জন্য প্রাইভেট কার ব্যবহার করা থেকে বিরত থাকা যেতে পারে।যাতায়াত ব্যবস্থায় গতিশীলতার জন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণ ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে যেমন রেল, বাস, হাঁটা, রিকশা ও বাইসাইকেলে চলাচলে মানুষকে উৎসাহ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশ্ব বসতি দিবস ২০১৩ উপলক্ষ্য ৭ অক্টোবর ২০১৩ সকাল ১১ টায় শংকর (ধানমন্ডি) বাসস্ট্যান্ড এর সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত লিফলেট ক্যাম্পেইন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।প্রচারণা কর্মসূচীতে অংশ গ্রহণ করেন র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান, সিনিয়র প্রজেক্ট অফিসার নাজনীন কবীর, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর প্রোগ্রাম কো অর্ডিনেটর আতিক মোর্শেদ, অরুণ দলের তরুণ দল এর মোহাম্মদ হোসাইন।