English | Bangla
“যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই - হাঁটার উপযোগী পরিবেশ চাই” শীর্ষক প্রচারণা কর্মসূচী

২৪ সেপ্টেম্বর, ২০১৩ ইং সকাল ১১.০০ (এগার) ঘটিকার সময় ডাব্লিউবিবিট্রাস্ট ও বিসিএইচআরডি এর যৌথ আয়োজনে যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই হাঁটার উপযোগী পরিবেশ চাই এর জন্য প্রচারণা কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন  করে। প্রচারণা কর্মসূচী অনুষ্ঠানে নেতৃত্ব দেন বসিএইচআরডি নির্বাহী পরিচালক। বর্তমানে ঢাকা শহরের ন্যায় চট্টগ্রামে যাতায়াত মানেই যানজটে অবর্ণনীয় দুর্ভোগ পোহানো । কখনো কখনো ১০ মিনিটের যাত্রা ১ ঘন্টায় পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ে । বিশেষ করে ব্যাক্তিমালিকানা প্রাইভেট কার এর ব্যবহার বেশী হওয়ার কারনে প্রতিনিয়ত চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় স্কুল শুরু ও ছুটির সময় প্রচন্ড যানজটের কবলে সাধারন মানুষদের ভোগান্তি বেড়ে যায় । এছাড়াও উপযোগী হাঁটার পরিবেশ সৃষ্টির জন্য ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ প্রশাসনের গ্রহণ করতে হবে ।

আসুন আমরা যানজট থেকে পরিত্রান পেতে, হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তুলি । পাশাপাশি নিরাপদ ও সাচ্ছন্দে হাঁটার পরিবেশ এবং পাবলিক পরিবহনের মানোয়ন্নে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই ।