English | Bangla
“যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই - হাঁটার উপযোগী পরিবেশ চাই” এই দাবীতে প্রচারণা কর্মসূচী

২৪ সেপ্টেম্বর,২০১৩ বর্ণালী ও ডাব্লিউবিবি ট্রাষ্ট এর উদ্যাগে সকাল ১১.০০ (এগার) ঘটিকার সময় ডাঃ খাস্তগীর সরকারী বালিকা বিদ্যালয় ও এ জি চার্জ স্কুলের সম্মূখ স্থান জামালখান রোডে  বর্ণালী ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই হাঁটার উপযোগী পরিবেশ চাই এর জন্য প্রচারণা কর্মসূচীর আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজকর্মী ও বর্ণালীর সভাপতি সরোজ কান্তি দাশ, উপস্থিত ছিলেন বর্ণালীর নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন কবীর, সম্বয়কারী খাইরুল বশর, জনউদ্দ্যোগের সমন্বয়কারী শ্যামল মজুমদার, প্রোগ্রাম অফিসার জাকের হোসাইন , সোমা দত্ত প্রমূখ ।

বর্তমানে ঢাকা শহরের ন্যায় চট্টগ্রামে যাতায়াত মানেই যানজটে অবর্ণনীয় দুর্ভোগ পোহানো । কখনো কখনো ১০ মিনিটের যাত্রা ১ ঘন্টায় পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ে । বিশেষ করে ব্যাক্তিমালিকানা প্রাইভেট কার এর ব্যবহার বেশী হওয়ার কারনে প্রতিনিয়ত চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় স্কুল শুরু ও ছুটির সময় প্রচন্ড যানজটের কবলে সাধারন মানুষদের ভোগান্তি বেড়ে যায় । এছাড়া উপযোগী হাঁটার পরিবেশ সৃষ্টির জন্য ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ প্রশাসনের গ্রহণ করতে হবে ।

কর্মসূচী থেকে পরিত্রান পেতে, হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিরাপদ ও সাচ্ছন্দে হাঁটার পরিবেশ এবং পাবলিক পরিবহনের মানোয়ন্নে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার আহবান জানানো হয় ।