কোমল পানীয়, এনার্জি ড্রিংক্স, প্যাকেটজাত জুস এসবই মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ক্ষতিকর পানীয় সেবন ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারসহ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। তাই এসব ক্ষতিকর পানীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করা দরকার। ১৫ নভেম্বর ২০১২ সকালে কক্সবাজারের সার্কিট হাউজসংলগ্ন কোস্ট ট্রাস্ট মিলনায়তনে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। জাতীয় পর্যায়ে অধিকার ভিত্তিক সংগঠন ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সেশন পরিচালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম সুজন এবং ন্যাশনাল এডভোকেসী অফিসার মারুফ রহমান। কর্মশালা সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর উন্নয়ন কর্মকর্তা রাশেদুজ্জামান শামীম।