ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও সিরাক বাংলাদেশের যৌথ উদ্যোগে ৭ জুন ২০১১ এক র্যালির আয়োজন করা হয়। এই ব্যালিতে বক্তারা বলেন, ক্যান্সার, যক্ষা, হৃদরোগ, এজমা, স্ট্রোক ও ডায়াবেটিসসহ অনেক জটিল রোগের উৎস হলো তামাক। এছাড়া বক্তারা আলো বলেন, পরিবারে তামাকের ব্যবহারের ফলে আয়ের একটা বড় অংশ তামাকজনিত খাতে খরচ হয়ে যায়। ফলে এর প্রভাব পড়ে অন্য নিত্য প্রয়োজনীয় খরচের উপর। একটি গবেষণায় দেখা যায় তামাকের ব্যবহারে প্রতিবছর যে পরিমান ব্যয় হয় তা দিয়ে দেশের পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুর ৬৯% পুষ্টিস্তর উন্নয়ন করা সম্ভব।