English | Bangla
কার্যক্রম
অক্টোবর ২০২৩ সকাল ১১.০০ টায় বিশ্ব নগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি), প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, গ্রীন ভয়েজ, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, আলী হোসেন বালিকা বিদ্যালয়, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল, ছায়াতল বাংলাদেশ, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত “পথচারী ও সাইকেলবান্ধব পরিকল্পনাঃ নগর যাতায়াত ব্যবস্থায় টেকসই সমাধান” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। ওয়ার্ক ফর এ ...
০৭ আগষ্ট ২০২২ রবিবার, সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা), প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, বি-স্ক্যান, ডিজ্যাবিলিটি ডিফারেন্ট প্রোগ্রাম (ডিডিপি), ছায়াতল বাংলাদেশ, লিও ক্লাব অফ ঢাকা ওয়েসিস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ মোট ১৯টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত “জ্বালানি সাশ্রয় ও হাঁটাবান্ধব পরিবেশ তৈরিতে পথচারী প্রবিধানমালা দ্রুত প্রণয়ন এবং বাস্তবায়ন করুন” শীর্ষক অবস্থান কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। ক্যাম্পেইন থেকে সকলকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ...
৬ জুন বিকাল ৪.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ‘যানজট ও দূষন হ্রাসে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক ভার্চূয়াল আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সংস্থার প্রকল্প কর্মকর্তা প্রমা সাহার সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান, ভূমিজ লিমিটেড এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ফারহানা রশীদ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী। ...
এলাকায় প্রায় ৯৫% শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে হেঁটে যাতায়াত করে। কিন্তু নিরাপদ ও স্বচ্ছন্দ পরিবেশ না থাকায় সড়ক দূর্ঘটনাসহ প্রতিনিয়ত তাদের নানাবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অধিকাংশ শিক্ষার্থীর সুবিধার কথা বিবেচনায় রায়েরবাজার এলাকায় হেঁটে যাতায়াতের পরিবেশ উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ প্রতিটি বয়স ও সামর্থ্যরে মানুষ উপকৃত হবেন।  ২০ মার্চ ২০২২ সকাল ১১.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল ও ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের সম্মিলিত উদ্যোগে “বিদ্যালয়ে হেঁটে ...
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আসাদগেট পর্যন্ত সড়কে নিরাপদে হেঁটে যাতায়াতের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সমগ্র শহরে যাতায়াতের ক্ষেত্রে পথচারীদের প্রাধান্য নিশ্চিতের দাবিতে  ১৫ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১ঃ০০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষন ফোরাম (নাসফ), প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ ১৯ টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে টাউন হলের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ...