English | Bangla
কার্যক্রম
১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। জনস্বার্থে অবিলম্বে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে উপাদান, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রদানের বিধান বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবীতে ১৫ মার্চ সকাল ১১টায় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, টিসিআরসি, সিএসডাব্লিউপিডি ও ডাব্লিউবিবি ট্রাস্ট’র আয়োজনে অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়। ...
নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুসারে ১৯ মার্চ ২০১৬ থেকে সকল তামাকজাত দ্রব্যের প্যাকেট-মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদান বাধ্যতামূলক। তামাকজাত সতর্কবাণী প্রদানের বিষয়ে জনগনকে অবহিত করা সরকারের দায়িত্ব। গত ১৬ মার্চ ২০১৬ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল বা সরকারের সংশ্লিষ্ট বিভাগের গণবিজ্ঞপ্তির পূর্বে বিএটি দেশের বিভিন্ন স্থানে সিগারেট প্যাকেট পরিবর্তনের নামে লিফলেট, হ্যান্ডবিলসহ প্রচারণা চালায়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) সিগারেট প্যাকেট পরিবর্তন সংক্রান্ত বিষয়ে ব্যাপক প্রচারণার আড়ালে তামাকজাত দ্রব্যের প্রচারণা চালাচ্ছে ...
দ্রব্যের মোড়কে আগামী ১৯ মার্চ, ২০১৬ হতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবানী প্রদানের আইনী বাধ্যবাধকতাকে বিলম্ব করতে তামাক কোম্পানীগুলো নানা বিভ্রান্তিমূলক প্রচারণা ও অপকৌশলে লিপ্ত হয়েছে। বর্তমান আইন ও বিধিমালা অনুসারে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই। বাংলাদেশ সরকার আর্ন্তজাতিক অভিজ্ঞতার আলোকে এবং একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সংশোধিত আইনে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সর্তকবাণী প্রদাণের বিধান যুক্ত করেছে। তামাক কোম্পানীগুলোর অপকৌশলে রোধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য দেশের তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠনগুলো সরকারের কাছে অনুরোধ জানায় । ১৫ ফেব্রুয়ারি, ...
জানুয়ারী ২০১৬ সকাল সাড়ে নয় টায় রাজধানীর কামরাঙ্গীরচরের আল-আমিন গার্ডেনে, ডাব্লিউবিবি ট্রাষ্ট, গ্রীন মাইন্ড সোসাইটি, প্রদেশ এবং স্বপ্নের সিড়ি সমাজ কল্যান সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা থেকে উক্ত অভিমত প্রদান করা হয়। গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ এর সভাপতিতে উক্ত আলোচনা সভায় ্অংশগ্রহন করেন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম - ডিপিএম (ইপিআই এন্ড সার্ভিল্যান্স), ডিজিএইসএস, ৫৫ নং ওয়ার্ড  কাউন্সিলর হাজী মোঃ নূরে আলম, ডাব্লিউবিবি ট্রাষ্ট এর প্রকল্প কর্মকর্তা শুভ কর্মকার, প্রদেশ এর নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল, ডিইডি ...
জানুয়ারী ২০১৬ সকাল সাড়ে দশ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অরুনোদয়ের তরুণ দল, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটসহ মোট ৮টি সংস্থার যৌথ উদ্যোগে তামাকের কারণে অকালমৃত্যুর শিকার মানুষদের স্মরণে কালো কাপড় পরিধান করে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন’র সাধারন সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে কর্মসূচিতে আলোচনা করেন এইড’র নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, ডাব্লিউবিবি ট্রাস্ট’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, গ্রীন মাইন্ড সোসাইটি’র নির্বাহী পরিচালক আমির হাসান, এলআরবি ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক ...