English | Bangla
কার্যক্রম
২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আইন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে পুলিশ প্রশাসন তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে আজ সকাল ১১ টায় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, বাংলাদেশ তামাক বিরোধী জোট, টিসিআরসি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাবিøউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে মিরপুর পুলিশ স্টাফ কলেজের সভাকক্ষে “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পুলিশের ভূমিকা“ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়।  ...
বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের ১৫ বছর অতিবাহিত হলেও নীতিতে তামাক কোম্পানিগুলোর অযাচিত হস্তক্ষেপের কারণে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এখনও  কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার কমিয়ে আনার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকারের সঙ্গে তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্বের বিষয়টি পুরোপুরি সাংঘর্ষিক। কেননা তামাক কোম্পানিতে সরকারের শেয়ার থাকার সুযোগ গ্রহণ করে তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন যাবত নানাভাবে জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়ক নীতি প্রণয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে।  ...
রক্ষায় তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশ তামাক বিরোধী জোট(বাটা)’র স্থানীয় সংগঠনগুলো দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়নেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছে বাংলাদেশ তামাক বিরোধী জোট’র স্থানীয় সংগঠনগুলো। ইতিপূর্বেই সংগঠনটি জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স কমিটিতেও প্রতিনিধিত্ব করছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার  যে প্রত্যয়  ব্যক্ত করেছেন তা বাস্তবায়নে হাতে আছে আর মাত্র ১৮ বছর। কাজেই তামাক নিয়ন্ত্রণে মনিটরিং পরিচালনা, প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করা, বিভিন্ন দক্ষতাবৃদ্বিমূলক প্রশিক্ষন কর্মসূচী আয়োজন, ...
স্বাস্থ্যনীতিতে রোগ প্রতিরোধকে অগ্রাধিকার প্রদানের কথা বলা হলেও, স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। দেশে অসংক্রামক রোগ  (ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক) কমিয়ে আনতে তামাকজাত দ্রব্যের সারচার্জের অর্থে রোগ প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করার আহবান জানিয়ে স্বাস্থ্য অধিকার কর্মীরা। ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত রাজশাহী বিভাগীয় কর্মশালায় অংশগ্রহণকারীরা এই সুপারিশ করেন।  ...
৫ম জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালা ২-৪ মার্চ ২০১২ প্রশিকার এইচআরডিসি সেন্টারে ডাব্লিউবিবি ট্রাস্ট এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট-র উদ্যোগে আয়োজন করা হয়। উক্ত কর্মশালায়  সারা দেশের ১৬০টি  সংগঠন এবং ৫০ জনের বেশি গণমাধ্যমের প্রতিনিধি অংশগ্রহন করে। এই কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, আইন সংশোধন করণীয় বিষয়ে গুরুত্ব সাথে আলোচনা করা হয়।   ...